Header Ads

সামির সঙ্গে বিচ্ছেদের পর বিন্দাস আছেন হাসিন জাহান। দেখুন ভিডিও।

নজরবন্দি ব্যুরোঃ মহম্মদ সামিকে নিয়ে গতবার বিতর্ক ছড়িয়েছিল আইপিএল-এ। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে দাম্পত্য কলহের জের পড়েছিল তারকা পেসারের আইপিএল কেরিয়ারে।
স্ত্রীর সঙ্গে সমস্যার জন্য সামির কেরিয়ার সাময়িক ধাক্কাও খেয়েছিল। সামির সেই সদ্য বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান হাসিন নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন।

 একটি ভিডিও-অ্যাপের ক্লিপিং শেয়ার করেছেন তিনি। সেখানে হাসিনকে দেখা যাচ্ছে, মিউজিকের ছন্দে কোমর দোলাতে। লাল টি শার্ট পরিহিতা হাসিনকে ১৫ সেকেন্ডের ভিডিওতে বেশ হাসিখুশি দেখিয়েছে।দেখুন ভিডিও লিঙ্কে ক্লিক করে।

https://www.facebook.com/haseen.jahan.374/videos/291658081695543/

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.