টুইট করে নিজের মেয়ের নাম জানালেন রোহিত। জানেন কি নাম রাখলেন ?
নজরবন্দি ব্যুরোঃ গত সপ্তাহে তিনি অস্ট্রেলিয়ায় বসে বাবা হওয়ার খবর পেয়েছেন রোহিত। কন্যা সন্তানকে দেখার জন্য সিরিজের শেষ টেস্ট না খেলে,পরিবার ও নিজের সদ্যজাত কন্যা সন্তানের কাছে থাকার জন্য ছুটে এসেছেন।
রবিবার অর্থাত্ আজ রোহিত তাঁর স্ত্রী আর কন্যার একটি ছবি শেয়ার করেন। সেখানেই জানিয়ে দেন যে, তাঁদের পরিবারের নয়া সদস্যের নাম সামাইরা। এর সঙ্গেই বিখ্যাত মার্কিনি পপ-রক ব্যান্ড মেরুন ফাইভের জনপ্রিয় গান 'গার্লস লাইক ইউ'-র চারটি লাইন তুলে ধরেন।
হিটম্যান লেখেন, 'আই স্পেন্ট লাস্ট নাইট/অন দ্য লাস্ট ফ্লাইট উইথ ইউ/ টুক আ হোল ডে আপ/ট্রাইং টু গেট ওয়ে আপ।' এর সঙ্গেই এই গানের অফিসিয়াল ভিডিও-টির ইউটিউব লিঙ্ক শেয়ার করে জানান, এই গান তাঁকে বরাবরই একটা আলাদা ভাললাগা দেয়।
ওদিকে দল ঐতিহাসিক সিরিজ জিততে চলেছে। জানুয়ারি অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন। ১২ জানুয়ারি সিডনিতে ইন্দো-অজি প্রথম ওয়ান-ডে। ফের একবার নীল জার্সিতে দেশের হয়ে ওপেন করবেন তিনি।
রবিবার অর্থাত্ আজ রোহিত তাঁর স্ত্রী আর কন্যার একটি ছবি শেয়ার করেন। সেখানেই জানিয়ে দেন যে, তাঁদের পরিবারের নয়া সদস্যের নাম সামাইরা। এর সঙ্গেই বিখ্যাত মার্কিনি পপ-রক ব্যান্ড মেরুন ফাইভের জনপ্রিয় গান 'গার্লস লাইক ইউ'-র চারটি লাইন তুলে ধরেন।
ওদিকে দল ঐতিহাসিক সিরিজ জিততে চলেছে। জানুয়ারি অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন। ১২ জানুয়ারি সিডনিতে ইন্দো-অজি প্রথম ওয়ান-ডে। ফের একবার নীল জার্সিতে দেশের হয়ে ওপেন করবেন তিনি।

No comments