ভারতীয়দের ব্যক্তিগত তথ্য অপব্যবহার অভিযোগ গুগলের বিরুদ্ধে! কড়া ব্যবস্থা নেবে মোদী সরকার।
নজরবন্দি ব্যুরো: দেশের মানুষের ব্যক্তিগত তথ্য রক্ষায় বড়সড় ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। এর জন্য ভারত সরকার আনছে নতুন আইন। এমনই কথা জানালেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
জলন্ধরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন মন্ত্রী বলেন, দেশের মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ আইন আনছে মোদী সরকার।
গুগল যাতে ওইসব তথ্য বিদেশে অপব্যবহার করতে না পারে। যদি তা কেউ করে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থার কথা বলা থাকবে এই আইনে।
প্রসঙ্গত, ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাবার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে।
শুধু তাই নয় গুগল প্লাস-এ গ্রাহকদের তথ্যগত নিরাপত্তার কারণে তা বন্ধ করে দিচ্ছে গুগল। এনিয়ে মার্কিন কংগ্রেসে সেনেটরদের সামনে জবাবদিহি করতে হয়েছে গুগল সিইও সুন্দর পিচাইকে।শনিবার জলন্ধরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে বক্তব্য রাখছিলেন রবিশঙ্কার প্রসাদ। সেখানে তিনি এই নতুন আইন আনার কথা বলেন।
জলন্ধরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন মন্ত্রী বলেন, দেশের মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ আইন আনছে মোদী সরকার।
গুগল যাতে ওইসব তথ্য বিদেশে অপব্যবহার করতে না পারে। যদি তা কেউ করে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থার কথা বলা থাকবে এই আইনে।
প্রসঙ্গত, ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাবার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে।

No comments