Header Ads

রাফাল নিয়ে নয়া অডিও বার্তা ফাঁস করলো কংগ্রেস। চাপে বিজেপি।

নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টে 'ক্লিনচিট' পেয়েও বিতর্ক পিছু ছাড়ছেনা মোদী সরকারের। এক নয়া অডিও বার্তা (এই অডিও টি নজরবন্দির পক্ষে খতিয়ে দেখা সম্ভব হয়নি) প্রকাশ্যে নিয়ে এসে কংগ্রেস অভিযোগ করে, রাফাল সংক্রান্ত নথি রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী  মনোহর পর্রীকরের 'বেডরুমে'।
কংগ্রেসের এই দাবি প্রকাশ্যে আসার পরই  রাফাল বিতর্ক অন্য মোড় নিল।আজ কংগ্রেসের নেতা রণদীপ সুরজেওয়ালা এক অডিও বার্তা শুনিয়ে দাবি করেন, গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে ফোনে এক মন্ত্রীর উদ্দেশে বলতে শোনা গিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন রাফাল সংক্রান্ত নথি তাঁর বেডরুমে রয়েছে।


 স্বাস্থ্যমন্ত্রীর এমন মন্তব্য শুনে চমকে ওঠেন ফোনের ও প্রান্তে থাকা মন্ত্রী। তাঁর বিস্ময় উক্তি, 'বলছেন কী!' এর পর এই তথ্যের সত্য যাচাই করতে বিশ্বজিৎ  রানে ভার দেন ওই মন্ত্রীকে। যদিও গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে দাবি করেন, এটি ভুয়ো অডিয়ো। রাফাল সংক্রান্ত বিষয়ে এমন কোনও দাবি করেননি গোয়ার মুখ্যমন্ত্রী। নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন।
 https://twitter.com/ANI/status/1080347520293851136

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.