টানা তৃতীয়-বারের জন্য দেশের দায়িত্ব কাঁধে নিতে চলেছেন হাসিনা!
নজরবন্দি ব্যুরো: আবার বাংলাদেশে হাসিনা ম্যাজিক। বিরোধীদের একেবারে দুমড়ে-মুচড়ে চতুর্থ বারের জন্য বাংলাদেশের মসনদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ থেকে পাওয়া খবর অনুসারে, ১০ ই জানুয়ারি বৃহস্পতিবার চতুর্থ-বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেই বাংলাদেশের আইকন হাসিনা। ঢাকার বঙ্গভবনে তাঁকে শপথ-বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।
অবশ্য এর আগে চলতি মাসের ৩ তারিখ বৃহস্পতিবার নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের পরে ১০ তারিখের মধ্যে নতুন মন্ত্রীসভা গঠন করা হবে। এই নিয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে দেশের দায়িত্ব কাঁধে নেবেন হাসিনা। হাসিনার ছাড়াও আরও কিছু ক্যাবিনেট মন্ত্রী শপথ নিতে পারেন ওই দিন।
প্রসঙ্গত, নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং যুয়ো দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সময় এই শুভেচ্ছা-বার্তা পৌঁছে দেন বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা ‘বাসস’।
প্রসঙ্গত, নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং যুয়ো দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সময় এই শুভেচ্ছা-বার্তা পৌঁছে দেন বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা ‘বাসস’।

No comments