সত্যতার প্রমাণ ছাড়া সংসদে বাজানো যাবে না কংগ্রেসের রাফাল অডিও টেপ!
নজরবন্দি ব্যুরোঃ রাফাল প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্নবানে জর্জরিত করে চাপে রাখলো কংগ্রেস। নরেন্দ্র মোদীর এক সাক্ষাৎকারের পর আজ রাফাল নিয়ে একাধিক প্রশ্ন করে ফের বিজেপি শিবিরের রক্তচাপ বাড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
আজ রাহুল গান্ধী একের পর প্রশ্ন ছুঁড়ে দেন বিজেপির দিকে। তিনি প্রশ্ন করেন, ১০২৬টি রাফালের বদলে ৩৬টি রাফালের চুক্তি করা হয়েছে কার নির্দেশে? ইউপিএ আমলের ৫২৬ কোটির চুক্তি ভেঙে হঠাৎ ১৬০০ কোটি টাকার চুক্তি করা হল কেন? আর জরুরী ভিত্তিতে চুক্তি হলে এখনো ভারতের মাটিতে অবতরণ করলো না কেন রাফাল যুদ্ধবিমান? পাশাপাশি অনিল আম্বানির মতো একজন 'ব্যর্থ শিল্পপতিকে কেন বরাত দেওয়া হল?
আজ সকালে রাফাল বিষয়ে একটি বিস্ফোরক অডিও বার্তা প্রকাশ্যে আনেন কংগ্রেস নেতা রনদীপ সুরজেওয়ালা। বলা হয়, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরীক্করের বেডরুমেও রয়েছে রাফালের গুরুত্বপূর্ণ ফাইল। তবে সংসদে এই অডিও শোনাতে পারেননি রাহুল গান্ধী। অরুন জেটলি ওই অডিও বার্তাকে ভুয়ো বলে দাবি করলে অধ্যক্ষা সুমিত্রা মহাজন বলেন, লিখিত আকারে ওই অডিওর সত্যতা প্রমাণ দিলে তবেই তা গ্রাহ্য হবে। এযাত্রায় লিখিত প্রমাণ দিতে পারেননি রাহুল। জেটলি বলেন, অডিয়ো যে জাল,তা প্রমাণ হয়ে গেল

No comments