শুভেন্দু কে টক্কর দিতে পারেন একমাত্র লক্ষন! এমাসেই কংগ্রেসে লক্ষন শেঠ।
নজরবন্দি ব্যুরোঃ সিপিআইএমের একদা দর্দোন্ডপ্রতাপ সাংসদ বর্তমানে সিপিআইএমের বহিষ্কৃত লক্ষন শেঠ বিজেপির হাত ছেড়ে তৃণমূলের দোরগড়া থেকে ফিরে হাত ধরতে চলেছেন কংগ্রেসের। সূত্রের খবর কিছু প্রদেশ নেতাদের আপত্তি থাকলেও কংগ্রেস হাইকমাণ্ড অনুমতি দিয়েছে লক্ষন শেঠ কে দলে নেওয়ার।
সূত্রের খবর লক্ষনের কংগ্রেস যোগদান করার বার্তা দিল্লী পৌঁছে দেন এক প্রদেশ কংগ্রেস নেতা। সব কিছু খতিয়ে দেখে হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে লক্ষন শেঠ কে দলে নেওয়ার। সব কিছু ঠিক থাকলে নববর্ষের প্রথম সপ্তাহেই হাত চিহ্নের পতাকা হাতে নেবেন একদা হলদিয়ার 'মুখ্যমন্ত্রী' লক্ষন শেঠ।
উল্লেখ্য ২০১৪ সালে সিপিআইএম লক্ষন শেঠ কে পার্টি থেকে বহিষ্কার করে। এক কংগ্রেস নেতার কথায় পূর্ব মেদিনীপুরে শুভেন্দু কে টক্কর দিতে পারেন একমাত্র লক্ষন।
উল্লেখ্য ২০১৪ সালে সিপিআইএম লক্ষন শেঠ কে পার্টি থেকে বহিষ্কার করে। এক কংগ্রেস নেতার কথায় পূর্ব মেদিনীপুরে শুভেন্দু কে টক্কর দিতে পারেন একমাত্র লক্ষন।

No comments