এবার দেব-অনিকেতের ছবিতে কবির সুমন।
নজরবন্দি ব্যুরোঃ অনিকেত-দেব এর জুটির নতুন ছবি ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’।এই ছবি নিয়ে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় জানান,
‘‘ছোটদের নিয়ে ছবি খুবই কম হয়। তাই আমরা ছোটদের জন্য রূপকথার গল্প নিয়ে সিনেমা বানাতে চলেছি। সেই ভাবে বাংলা ছবিতে ‘গুপি গাইন বাঘা বাইন’ সিরিজের পরে কোনও রূপকথা নিয়ে কোনও ছবি হয়নি। তাই সেই রূপকথার গল্প আনতে চলেছি সিনেমার পর্দায়।
’’এই ছবিতে অভিনয় করছেন দেব,রুক্মিনী,খরাজ ও কবির সুমন। সঙ্গীতও দিচ্ছেন কবির সুমন। শ্যুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই।
‘‘ছোটদের নিয়ে ছবি খুবই কম হয়। তাই আমরা ছোটদের জন্য রূপকথার গল্প নিয়ে সিনেমা বানাতে চলেছি। সেই ভাবে বাংলা ছবিতে ‘গুপি গাইন বাঘা বাইন’ সিরিজের পরে কোনও রূপকথা নিয়ে কোনও ছবি হয়নি। তাই সেই রূপকথার গল্প আনতে চলেছি সিনেমার পর্দায়।
’’এই ছবিতে অভিনয় করছেন দেব,রুক্মিনী,খরাজ ও কবির সুমন। সঙ্গীতও দিচ্ছেন কবির সুমন। শ্যুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই।
কোন মন্তব্য নেই