বনধের সমর্থনে সিপি(আই)এম সাংসদ সেলিমের সভায় উপচে-পড়া মানুষের ভিড়।
এই সভায় প্রধান বক্তা ছিলেন সিপি(আই)এম সাংসদ মহম্মদ সেলিম।
এই সভার সুরে থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে এবং রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন সেলিম। এই সাধারণ ধর্মঘটের স্বপক্ষে বলতে গিয়ে তিনি বলেন, সবার হাতে কাজ ও সবার পেটে ভাত দিতে হবে।
এই মিছিলে বাম সমর্থক ছাড়াও উপস্থিত ছিলেন হাজার-হাজার সাধারণ মানুষ। এই জমায়েতে উপচে-পড়া মানুষের ভিড় যা দেখে বেশ খুশি এই এলাকার বাম নেতৃত্ব।
কোন মন্তব্য নেই