Header Ads

বনধের সমর্থনে সিপি(আই)এম সাংসদ সেলিমের সভায় উপচে-পড়া মানুষের ভিড়।

নজরবন্দি ব্যুরো: ৮ ও ৯ জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে দক্ষিণ ২৪ পরগণা জেলার উস্তিতে সভা করে সাধারণ বাম সমর্থক ও এলাকার খেটা খাওয়া মানুষ।
এই সভায় প্রধান বক্তা ছিলেন সিপি(আই)এম সাংসদ মহম্মদ সেলিম।
এই সভার সুরে থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে এবং রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন সেলিম। এই সাধারণ ধর্মঘটের স্বপক্ষে বলতে গিয়ে তিনি বলেন, সবার হাতে কাজ ও সবার পেটে ভাত দিতে হবে।
বেকার ছেলেদের জন্য কাজ, বন্ধ কারখানা খোলা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ,কৃষকদের ফসলের লাভজনক দাম, কৃষি ঋণ মকুবের দাবিতে হবে এই ধর্মঘট।
এই মিছিলে বাম সমর্থক ছাড়াও উপস্থিত ছিলেন  হাজার-হাজার সাধারণ মানুষ। এই জমায়েতে উপচে-পড়া মানুষের ভিড় যা দেখে বেশ খুশি এই এলাকার বাম নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.