মেয়র নির্বাচন বানচাল করতে ডিভিশন বেঞ্চে মামলা বাম নেতাদের!
নজরবন্দি ব্যুরো: পুরআইন সংশোধনী বিল বেআইনি। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় সিপি(আই)এম কাউন্সিলর বিলকিস বেগম। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মামলাটি খারিজ করে দেয় আগেই।
ফলে মুখ পুড়ছিল বাম নেতৃত্বের। কিন্তু এই ইস্যুতে হাল ছাড়তে রাজি নয় এই রাজ্যের সিপি(আই)এম নেতৃত্ব। এবার পুরআইন সংশোধনী বিল বেআইনি ঘোষণার দাবিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল তারা। চলতি সপ্তাহের মধ্যে এই মামলাটির শুনানির সম্ভাবনা।
ফলে মুখ পুড়ছিল বাম নেতৃত্বের। কিন্তু এই ইস্যুতে হাল ছাড়তে রাজি নয় এই রাজ্যের সিপি(আই)এম নেতৃত্ব। এবার পুরআইন সংশোধনী বিল বেআইনি ঘোষণার দাবিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল তারা। চলতি সপ্তাহের মধ্যে এই মামলাটির শুনানির সম্ভাবনা।

No comments