বিখ্যাত খেলোয়াড়ের বাওপিকে একসাথে রণবীর-দীপিকা।
নজরবন্দি ব্যুরোঃ 'পদ্মাবত'-এ একসঙ্গে দেখা গিয়েছিল রণবীর-দীপিকাকে। তারপর নভেম্বরে ধুমধাম করে বিয়েও সেরে ফেলছেন দীপবীর।
এখন তাঁরা রিয়াল লাইফে হির-হিরোইন। তবে সম্প্রতি এক সাক্ষাত্কা রে রণবীর জানিয়েছিলেন, দীপিকার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ভাল কোনও স্ক্রিপ্ট পেলে আবারও একসঙ্গে কাজ করতে চান একসঙ্গে। রনবিরের সেই আশা নাকি পূরণ হতে যাচ্ছে।
কবীর খান কপিল দেবের বায়োপিক তৈরি করছেন। '৮৩' নামে ওই ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীরকে। আর কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে নাকি দেখা যেতে পারে দীপিকাকে। সূত্রের খবর অনুযায়ী, ছবির পরিচালক কবির নাকি ইতিমধ্যেই দীপিকাকে এই চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছেন।তাই এবার দেখার বিয়ের পর এই জুটির ছবি কেমন মনে ধরে দর্শকদের।
এখন তাঁরা রিয়াল লাইফে হির-হিরোইন। তবে সম্প্রতি এক সাক্ষাত্কা রে রণবীর জানিয়েছিলেন, দীপিকার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ভাল কোনও স্ক্রিপ্ট পেলে আবারও একসঙ্গে কাজ করতে চান একসঙ্গে। রনবিরের সেই আশা নাকি পূরণ হতে যাচ্ছে।
কবীর খান কপিল দেবের বায়োপিক তৈরি করছেন। '৮৩' নামে ওই ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীরকে। আর কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে নাকি দেখা যেতে পারে দীপিকাকে। সূত্রের খবর অনুযায়ী, ছবির পরিচালক কবির নাকি ইতিমধ্যেই দীপিকাকে এই চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছেন।তাই এবার দেখার বিয়ের পর এই জুটির ছবি কেমন মনে ধরে দর্শকদের।

No comments