একসঙ্গে ১২০ জন পুলিশ অফিসারকে বদলি করার সিদ্ধান্ত নিল নবান্ন! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ ইন্সপেক্টর,ওসি,আইসি ও সিআই পদমর্যাদার ১২০ জন পুলিশ অফিসারকে বদলি করার সিদ্ধান্ত নিল নবান্ন! আচমকা এই সিদ্ধান্তে চমকে গেছেন অনেকেই!
সূত্রের খবর, যে সমস্ত পুলিশ অফিসার অনেকদিন ধরে একই যায়গার দায়িত্বে রয়েছেন এবং যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ কানে এসেছে মুখ্যমন্ত্রীর তাঁদেরই বদলি করা হল একসাথে। যদিও নবান্ন জানিয়েছে এটা সম্পুর্ন রুটিন বদলি।
নবান্ন রুটিন বদলির কথা জানালেও আচমকা এই সিদ্ধান্তের পিছনে চক্রান্ত আর রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। বিরোধীদের মতে লোকসভা ভোটের আগেই নিজের গুটি সাজিয়ে নিচ্ছেন মমতা বন্দোপাধ্যায়। আসলে এই বদলি লোকসভা ভোটের জন্যেই করা হল।

No comments