আবার আগুন শহরে!
নজরবন্দি ব্যুরোঃ আবার আগুন লাগলো শহরে মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে নিউ মার্কেট থানা এলাকার একটি কারখানায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল।
চারটি ইঞ্জিনের চেষ্টায় দেড় থেকে দু'ঘণ্টার মধ্যে আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। স্থানীয়রা জানিয়েছেন, কারখানাটিতে চানাচুর তৈরি হয়। মঙ্গলবার গভীর রাতে কারখানার মধ্য থেকে অল্প আগুন ও ধোঁয়া বের হতে দেখেন তাঁরা।
কিছুক্ষণের মধ্যেই সেই আগুন বড় আকার ধারণ করে। প্রায় তিনতলা বাড়ির সমান উঁচু আগুনের শিখা দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রাথমিক পর্যায়ে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন। দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। কারখানার মধ্যে অনেক দাহ্যপদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন তাঁরা।
চারটি ইঞ্জিনের চেষ্টায় দেড় থেকে দু'ঘণ্টার মধ্যে আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। স্থানীয়রা জানিয়েছেন, কারখানাটিতে চানাচুর তৈরি হয়। মঙ্গলবার গভীর রাতে কারখানার মধ্য থেকে অল্প আগুন ও ধোঁয়া বের হতে দেখেন তাঁরা।
কিছুক্ষণের মধ্যেই সেই আগুন বড় আকার ধারণ করে। প্রায় তিনতলা বাড়ির সমান উঁচু আগুনের শিখা দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রাথমিক পর্যায়ে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে।

No comments