বাইপাসে কয়েক কোটি টাকার জমি কেলেঙ্কারি! নাম জড়াল শোভন চট্টোপাধ্যায়ের।
নজরবন্দি ব্যুরো: শোভনের জামানায় জমি কেলেঙ্কারি প্রকাশ্যে। ইস্টার্ন বাইপাসে বড়সড় জমি কেলেঙ্কারি। জল গড়াল আদালত পর্যন্ত।
এক সূত্র থেক পাওয়া খবর অনুসারে,বর্তমান ভবনের ঠিক পরেই অবনী গোষ্ঠীকে জমি দেয় কলকাতা পুরসভা।
এই জমি রাজ্য সরকার দেয় পুরসভাকে।
দলিলে উল্লেখ আছে ওই জমিতে শুধু হোটেল করা যাবে। কিন্তু অজানা করণে পুরসভা ওই জমিতে আবাসন করার অনুমতি দেয় ওই গ্রুপকে। এর ফলে গোটা বিষয়টি নিয়ে জটিলতা বাড়ে।
কোন কারণে এই অবনী গ্রুপকে পুরসভা আইনের ঊর্ধ্বে উঠে এই আবাসন তৈরি করার অনুমতি দিল তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। আর এর ফলে কয়েক কোটি টাকার প্রকল্পের ভবিষ্যৎ এখন আদালতের রায়ের উপর ঝুলে রইল। আর প্রাক্তন মেয়রের নাম জড়িয়ে গেল আর এক দুর্নীতিতে।
এক সূত্র থেক পাওয়া খবর অনুসারে,বর্তমান ভবনের ঠিক পরেই অবনী গোষ্ঠীকে জমি দেয় কলকাতা পুরসভা।
এই জমি রাজ্য সরকার দেয় পুরসভাকে।
দলিলে উল্লেখ আছে ওই জমিতে শুধু হোটেল করা যাবে। কিন্তু অজানা করণে পুরসভা ওই জমিতে আবাসন করার অনুমতি দেয় ওই গ্রুপকে। এর ফলে গোটা বিষয়টি নিয়ে জটিলতা বাড়ে।

No comments