থানার মধ্যে যুবককে মারধরের ঘটনায় বিতর্ক গোটা রাজ্য জুড়ে! ছুটিতে পাঠান হল ডিএম-কে!
নজরবন্দি ব্যুরো: থানার মধ্যে এক যুবককে নির্মম ভাবে পেটাচ্ছেন জেলাশাসক। ওই জেলাশাসকের সঙ্গ দিচ্ছেন তাঁরি স্ত্রী। আর পুলিশ তখন নীরব দর্শক।
তারা তখন নিজেদের চেয়ারে বসে সার্কাস দেখার মতন ওই যুবকের মার খাবার ছবি বেশ উপভোগ করছেন। রবিবার রাত থেকে এই ভিডিও ভাইরাল। আর এই ভিডিও ভাইরাল হবার ফলেই ৭ থেকে ১৬-ই জানুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ারের জেলা শাসক নিখিল নির্মলকে ছুটিতে পাঠাল নবান্ন। এই সময় জেলাশাসকের দায়িত্ব সামলাবেন অতিরিক্ত জেলাশাসক।
তারা তখন নিজেদের চেয়ারে বসে সার্কাস দেখার মতন ওই যুবকের মার খাবার ছবি বেশ উপভোগ করছেন। রবিবার রাত থেকে এই ভিডিও ভাইরাল। আর এই ভিডিও ভাইরাল হবার ফলেই ৭ থেকে ১৬-ই জানুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ারের জেলা শাসক নিখিল নির্মলকে ছুটিতে পাঠাল নবান্ন। এই সময় জেলাশাসকের দায়িত্ব সামলাবেন অতিরিক্ত জেলাশাসক।

No comments