মুক্তি পেল নরেন্দ্র মোদীর বায়োপিক-এর ফার্স্টলুক।দেখুন
নজরবন্দি
ব্যুরোঃ যাবতীয় অপেক্ষার অবসান
ঘটিয়ে শেষমেশ প্রকাশ্যে নরেন্দ্র মোদীর বায়োপিক-এর ফার্স্টলুক। লোকসভা নির্বাচনের
আগেই ছবির প্রথম লুক প্রকাশ্যে এসে গেল আজ।
উমঙ্গ কুমার পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন বিবেক ওবেরয়। ছবির ফার্স্টলুকের আনুষ্ঠানিক উন্মোচন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।ছবির নাম "পিএম নরেন্দ্র মোদী"।


No comments