Header Ads

বুলন্দ-শহরে পুলিশ অফিসার খুনে গ্রেফতার বিজেপি নেতা!

নজরবন্দি ব্যুরো: বুলন্দ-শহরে পুলিশ অফিসার সুবোধ কুমারের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন আরও এক জন। এই অভিযুক্তের নাম শিখর আগরওয়াল। এই শিখর আগরওয়াল বিজেপির যুব মোর্চার সদস্য বলে জানা গিয়েছে।
কিছুদিন আগে গো-হত্যার প্রতিবাদে উত্তপ্ত হয় বুলন্দ-শহরের একাধিক এলাকা। সেখানে পুলিশের বিরুদ্ধে জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে শিখর আগরওয়ালের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় পুলিশ অফিসার সুবোধ কুমার সিংয়ের। অভিযোগ ওঠে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির যুব মোর্চার কর্মীরা এই খুন ও অশান্তি ছড়ানোর সাথে যুক্ত। এর আগে এই ঘটনায় জড়িত সন্দেহে বজরং দলের সদস্য যোগেশ রাজ, সেনা জওয়ান জিতেন্দ্র মালিকে গ্রেফতার করে পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.