Header Ads

ব্যাঙ্ক অব বরোদার সাথে মিশে গেল দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্ক।

নজরবন্দি ব্যুরোঃ ব্যাঙ্ক অব বরোদায়র সাথে এক হয়ে গেল দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্ক। বুধবার অর্থমন্ত্রকের ক্যাবিনেট কমিটিতে সর্বসম্মতিতে পাস হয়ে গেল সেই প্রস্তাব। ২০১৯-এর ১ এপ্রিল থেকে কার্যকর হবে দুই ব্যাঙ্ক এক হওয়ার কার্য প্রণালী।
দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্কে যাবতীয় দায়বন্ধতা এবং কার্য প্রণালী এবার থেকে ব্যাঙ্ক অব বরোদাকে বহন করতে হবে বলে জানানো হয়েছে। এই দুই ব্যাঙ্কের কর্মীদের উপরেও কোনও প্রভাব পড়বে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

 দুই ব্যাঙ্কের যত স্থায়ী এবং চুক্তিবদ্ধ কর্মী রয়েছেন তাঁদের সকলকে ব্যাঙ্ক অব বরোদায় বদলি করা হবে। তবে এই প্রক্রিয়ায় গ্রাহকদের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.