Header Ads

ভারত আর ঐতিহাসিক টেস্ট জয়ের মাঝে আর মাত্র ২ উইকেট।


নজরবন্দি ব্যুরোঃ এমসিজিতে ৩৭ বছরের অধরা ইতিহাস ছুঁয়ে ফেলতে ভারতের প্রয়োজন আর মাত্র ২টি উইকেটেরসিরিজে ২-১ অপরাজেয় ব্যবধানে এগিয়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।জিততে গেলে অজিদের প্রয়োজন ছিল ৩৯৯ রান।
মেলবোর্নে চতুর্থ ইনিংসে যা কার্যত অসম্ভব ছিল। ভারতের জয় ছিল সময়ের অপেক্ষা। সমর্থকদের কাছে প্রশ্ন ছিল একটাই, আজই জয়ের সেলিব্রেশনটা হবে নাকি অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। সকলেই চাইছিলেন শনিবারই শেষ হোক ম্যাচ, কারণ রবিবার বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিরাট কোহলিরা এখন চাইবেন বরুণদেব যেন তাদের উপর সদয় হয়ে আগামিকাল অন্তত এমসিজি থেকে দূরে থাকেন।

 কারণ, অধরা ইতিহাস ছুঁতে এখনও ২টি উইকেটের প্রয়োজন। কারণ ভারতের জয়ে কাঁটা হয়ে দাঁড়ালেন কামিন্স। বল হাতে ভারতীয় ইনিংসে ধস নামানোর পর ব্যাট হাতে ভারতের জয় বিলম্বিত করলেন অজি পেসার। বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন শেষ হল বিরাটদের জয় থেকে দু' কদম দূরে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.