ধরা পড়লেই অসুস্থ হয়ে পড়েন চিটফান্ড কাণ্ডের ধৃতরা।সুমন বাবুও তার বাইরে নন তাই তিনিও অসুস্থ।
নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার রাত থেকে ভুবনেশ্বর এর জেলে আছেন আই কোর চিটফান্ড কান্ডে অভিযুক্ত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়।
সূত্রের খবর সুমন চট্টোপাধ্যায় সিবিআই কোর্টে আর্জি জানিয়েছেন তিনি অসুস্থ তাঁকে জেলের বাইরে কোনো হাসপাতালে ভর্তি করানো হোক।এই অসুস্থ হওয়ার প্রবণতা দেখা গিয়েছে চিটফান্ড কাণ্ডে ধৃতদের মধ্যে।সে সারদা মালিক সুদীপ্ত সেন হোক বা তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়,তাপস পাল বা মদন মিত্র কিংবা সাংবাদিক সুমন বাবু।
ধরা পড়লেই কেন যে অসুস্থ হয়ে পড়েন সেটাই বুঝতে পারেন না সিবিআই আধিকারিকরা।তাই সুমন বাবুর এই আর্জি দেখে বিষ্মিত সিবিআই অফিসারেরা ।যে মানুষটি ধরা পড়ার আগের দিন পর্যন্ত সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেছেন তিনি কি করে হটাৎ এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে তার চিকিৎসা জেল হাসপাতালে না করে কলকাতার কোনো পাঁচতারা হাসপাতালে করাতে হবে।
এই বিষয় টি নিয়েও খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা।আজ শনিবার সুমন বাবুর আর্জির শুনানির সম্ভবনা রয়েছে।সুমন বাবুর এই আর্জি গ্রাহ্য হবে কিনা তা সময় ই বলবে।
সূত্রের খবর সুমন চট্টোপাধ্যায় সিবিআই কোর্টে আর্জি জানিয়েছেন তিনি অসুস্থ তাঁকে জেলের বাইরে কোনো হাসপাতালে ভর্তি করানো হোক।এই অসুস্থ হওয়ার প্রবণতা দেখা গিয়েছে চিটফান্ড কাণ্ডে ধৃতদের মধ্যে।সে সারদা মালিক সুদীপ্ত সেন হোক বা তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়,তাপস পাল বা মদন মিত্র কিংবা সাংবাদিক সুমন বাবু।
ধরা পড়লেই কেন যে অসুস্থ হয়ে পড়েন সেটাই বুঝতে পারেন না সিবিআই আধিকারিকরা।তাই সুমন বাবুর এই আর্জি দেখে বিষ্মিত সিবিআই অফিসারেরা ।যে মানুষটি ধরা পড়ার আগের দিন পর্যন্ত সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেছেন তিনি কি করে হটাৎ এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে তার চিকিৎসা জেল হাসপাতালে না করে কলকাতার কোনো পাঁচতারা হাসপাতালে করাতে হবে।

No comments