আবার অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ! বিরোধী জোটকে 'হ-য-ব-র-ল' বলে কটাক্ষ শুভেন্দুর।
নজরবন্দি ব্যুরো: জনসভা থেকে আবার অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণের রাস্তায় হাঁটলেন তৃণমূল নেতা ও মন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী গতকাল মুর্শিদাবাদ জেলার সালার বাস-স্ট্যান্ডে এক জনসভায় উপস্থিত ছিলেন। ওই জনসভা থেকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধু্রিকে আক্রমণ করে বলেন, " যে যোগী আদিত্যনাথ বলেছিল কবর থেকে মেয়েদের তুলে ধর্ষণ করতে হবে, সেই ব্যক্তির সাথে লাঞ্চ করতে লখনউ গেছিলেন আপনাদের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মধ্যপ্রদেশ,ছত্তিসগড়,রাজস্থান, মিজোরাম,তেলেঙ্গানায় বিজেপি হারার জন্য মুর্শিদাবাদের বিজেপি নেতারা যতটা না কষ্ট পেয়েছেন, তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। আর তাই ২০১৯ সালে কংগ্রেস ও সিপিআই(এম) এর জোট হোক। তাতে বিজেপি পাশে থাকুক। তৃণমূলের বিরুদ্ধে এরা হ-য-ব-র-ল জোট তৈরি করবে সেটা আমরা জানি।"
এই সভাতে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কৃষি কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম।
এই সভাতে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কৃষি কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম।

No comments