আগামীকাল কমবে ঠাণ্ডা, পুর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
নজরবন্দি ব্যুরোঃ মাঝরাতে রাতভোরে কোন জেলায় ৮, কোথাও ৯! গায়ের চামড়া ভেদ করা শীত জাঁকিয়ে বসেছে স্মার্ট ফোনের ফারেনহাইট স্কেলে। বাঙালি মাঝে মাঝেই নিজের নিজের স্মার্ট ফোনে দেখে নিচ্ছেন তাপমাত্রা, এখন কত আর কিছুক্ষন পরে কত হবে।
কনকনে ঠাণ্ডায় লেপমুড়ি দিয়ে আড়মোড়া ভেঙে সকাল দেখা যবুথবু বাঙালি যুদ্ধ করছেন শীতের সঙ্গে। কিন্তু শীত কমবে কবে? শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে সব জেলায়। এর মধ্যেই কিছুটা সুখবর এল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তাপমাত্রা বাড়লেও শীত কমছে না এখনই। জানুয়ারি মাসেও বেশ ঠাণ্ডা থাকবে বঙ্গে।
কনকনে ঠাণ্ডায় লেপমুড়ি দিয়ে আড়মোড়া ভেঙে সকাল দেখা যবুথবু বাঙালি যুদ্ধ করছেন শীতের সঙ্গে। কিন্তু শীত কমবে কবে? শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে সব জেলায়। এর মধ্যেই কিছুটা সুখবর এল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তাপমাত্রা বাড়লেও শীত কমছে না এখনই। জানুয়ারি মাসেও বেশ ঠাণ্ডা থাকবে বঙ্গে।

No comments