Header Ads

শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তী স্মৃতিচারণ করলেন চিত্র পরিচালক মৃণাল সেন কে নিয়ে।


নজরবন্দি ব্যুরোঃ আমাদের ছাত্রবেলায় আমরা চিত্রজগতের যাদের নিয়ে প্রকাশ্যে গর্ব করতাম তাঁরা হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, এবং অবশ্যই মৃণাল সেন।
গর্বের কারণ তাঁরা ছিলেন ঘোষিত মার্কসবাদী। আমাদের সংগে বিশেষ করে আমি, সুভাষ চক্রবর্তী , বিমান বসু, বাসব দাশগুপ্তের সংগে প্রায়ই আলোচনা হত। প্রিয়া সিনেমার কাছাকাছি একটা ফ্ল্যাটে ওনার সংগে দেখা হত, নানা বিষয়ে আলোচনা হত। ১৯৭৮ সালে রঞ্জি ষ্টেডিয়ামে রাজ্য যুব উৎসবে মৃণালদা রোজই প্রায় আসতেন।

 আমি উৎসব কমিটির অন্যতম সম্পাদক ছিলাম। তৎকালীন এস এফ আই নেতা অনুরাধা দেব (বর্তমানে পি ডি এস)-কে তিনি যুব উৎসবে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে দেখেন। আমাদের বলেন, অনুরাধাকে তিনি একটি ফিল্মে অভিনয় করাতে চান। আমাদেরও আপত্তি ছিল না, অনুরাধারও নয়। আমাদের সমস্ত কর্মসূচীতে, প্রতিবাদী কর্মসূচীতে মৃণাল সেন আহ্বায়ক থাকতেন।

 কামদুনির ঘটনার প্রতিবাদে পদযাত্রায় তিনি তিনি ছিলেন অন্যতম আহ্বায়ক। কমরেড সুভাষ চক্রবর্তীর মৃত্যুর পর মৃণালদা অধৃষ্য কুমারের হাত ধরে আলিমুদ্দিনে এসেছিলেন। সুভাষের জন্য রাখা শোকজ্ঞাপনের খাতায় লিখে গেলেন- ‘‘সুভাষটা এত তাড়াতাড়ি চলে গেল। ছি:।’’


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.