আর তাঁর জন্মদিনে একসাথে আড্ডা দেবেন না বুদ্ধদেব ভট্টাচার্য। মৃণাল সেনের প্রয়ানে শোকস্তব্ধ বাম মহল।
নজরবন্দি ব্যুরোঃ বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম মহীরুহকে আজ যেন কেউ উৎপাটিত করে নিয়ে গেল। চলে গেলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনৈতিক দুনিয়া ও বিভিন্ন মহল।
মৃণাল সেনের সৃষ্ট চলচ্চিত্র সাধারণের পৃথিবীকেই সেলুলয়েডে ঠাঁই দিয়েছিল। মধ্যবিত্ত সমাজ, তৎকালীন রাজনীতি, নক্সালপন্থা তাঁর চলচ্চিত্রের গ্রন্থনকে আঁটোসাঁটো করেছিল। বলার অপেক্ষা রাখে না, বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলেন বিশ্ববরেণ্য এই পরিচালক। প্রতি বছর মৃণাল বাবুর জন্নদিনে তাঁর সাথে দেখা করতে তাঁর বাড়িতে যেতে ভুলতেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে আজ শোকে মুহ্যমান বাম রাজনৈতিক মহল।
সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি টুইট করে শোকপ্রকাশ করেছেন মৃণাল সেনের মৃত্যুতে। তিনি বলেছেন, মৃণাল সেনের মৃত্যু শুধুমাত্র চলচ্চিত্র জগৎকেই রিক্ত করলো এমনটা নয়, ভারতীয় সভ্যতা তথা বিশ্ব সংস্কৃতি আজ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হল।
মৃণাল সেনের সৃষ্ট চলচ্চিত্র সাধারণের পৃথিবীকেই সেলুলয়েডে ঠাঁই দিয়েছিল। মধ্যবিত্ত সমাজ, তৎকালীন রাজনীতি, নক্সালপন্থা তাঁর চলচ্চিত্রের গ্রন্থনকে আঁটোসাঁটো করেছিল। বলার অপেক্ষা রাখে না, বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলেন বিশ্ববরেণ্য এই পরিচালক। প্রতি বছর মৃণাল বাবুর জন্নদিনে তাঁর সাথে দেখা করতে তাঁর বাড়িতে যেতে ভুলতেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে আজ শোকে মুহ্যমান বাম রাজনৈতিক মহল।



No comments