বরুণ চক্রবর্তীকে ৮.৪০ কোটি টাকায় কেন নিল কিংস ইলেভেন পঞ্জাব? জানালেন দলের মালকিন।
নজরবন্দি ব্যুরোঃ বরুণ চক্রবর্তী ক্রিকেটার। ২০১৯ এর আই পি এল নিলামের আগে কত জন শুনেছেন তাঁর নাম? কিন্তু
এই অনামি তরুনের নাম এখন আলোচনার বিষয়। কারণ এই স্পিনারকে ৮.৪০
কোটি টাকায় কিনে নিয়ে চমকে দিয়েছেন কিংস ইলেভেন পঞ্জাব।
কি কারণে এত টাকা দিয়ে কেনাহল তাঁকে? উত্তর দিলেন পাঞ্জাবের মালকিন। প্রীতি সম্প্রতি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‘একজন ব্যাক আপ স্পিনার শুধু নয়, বরুণ পুরোপুরি লাইমলাইটে না আসা এক রহস্যময় স্পিনার। ও দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে।
কিংস ইলেভেন পঞ্জাব সবসময়ে খ্যাতির বাইরে থাকা প্রতিভাদের সুযোগ দিয়েছে। বরুণও আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হতে চলেছে।’’ নিলামে বরুণকে পেতে উৎসাহী ছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস-এর মতো তারকাখচিত ফ্র্যাঞ্চাইজিও।
কি কারণে এত টাকা দিয়ে কেনাহল তাঁকে? উত্তর দিলেন পাঞ্জাবের মালকিন। প্রীতি সম্প্রতি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‘একজন ব্যাক আপ স্পিনার শুধু নয়, বরুণ পুরোপুরি লাইমলাইটে না আসা এক রহস্যময় স্পিনার। ও দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে।
কিংস ইলেভেন পঞ্জাব সবসময়ে খ্যাতির বাইরে থাকা প্রতিভাদের সুযোগ দিয়েছে। বরুণও আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হতে চলেছে।’’ নিলামে বরুণকে পেতে উৎসাহী ছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস-এর মতো তারকাখচিত ফ্র্যাঞ্চাইজিও।

No comments