আবার বড় জয় বিজেপির! ২০১৯ সালে ফেরার ইঙ্গিত?
নজরবন্দি ব্যুরো: এক সময়ের লাল দুর্গ ত্রিপুরায় আবার বড় জয় পেল বিজেপি। আগরতলার পুর কর্পোরেশন ও রাজ্যের ৬৭ টি আসনে উপনির্বাচন হয়েছিল। তার মধ্যে ৬৬ টি আসনে জয়ী হয় গেরুয়া বাহিনী।
তবে বিজেপির এই জয়কে মানতে নারাজ রাজ্যের বিরোধী বামেরা।
হিংসার মধ্যদিয়ে এই জয় পেয়েছে বিজেপি! এমনটাই মনে-করেন ওই রাজ্যের বাম নেতারা। তবে লোকসভার আগে এই জয় বাড়তি অক্সিজেন জোগাবে বিজেপি নেতাদের। এমনটাই মনে-করেন রাজনৈতিক কারবারিরা।
তবে বিজেপির এই জয়কে মানতে নারাজ রাজ্যের বিরোধী বামেরা।

No comments