রাজ্যসভায় কি পাস হবে তিনতালাক বিল? আটকাতে মরিয়া বিরোধী শিবির।
নজরবন্দি ব্যুরো: আবার উত্তপ্ত হতে পারে সংসদ। এমনটাই মনে করছে রাজনৈতিক বোদ্ধারা। কারণ প্রধান দুই দল তাদের সাংসদদের উপস্থিত থাকার জন্য কড়া নির্দেশ দিয়েছেন।
আসলে সোমবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের তরফে তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল পেশ করা হবে। গত বৃহস্পতিবার লোকসভায় এই বিল পেশ করে সরকার। সেখানে সরকার সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওই বিল পাস হয়ে যায়। যদিও কংগ্রেস সহ বিরোধীরা এই বিলের বিরোধিতা করে। এই বিলে তিন তালাক ফৌজদারি অপরাধ হিসাবে উল্লেখ করা হয়েছে। এই অপরাধের জন্য তিন বছরের শাস্তির বিধান পর্যন্ত দেওয়া হয়েছে।
কংগ্রেস-সহ দেশের অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। তারা বিল থেকে ফৌজদারি অপরাধের বিষয়টি বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছে। তারা এই বিতর্কিত বিলটিকে সংসদের জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠাতে চায়। কিন্তু সরকার সেই দাবিকে খারিজ করে বিল পাস করিয়ে নেয়। তাই ওইদিন লোকসভায় ওয়াক আউট করে কংগ্রেস।লোকসভায় এই বিল পাস হয়ে গেলেও এই বিলকে আইনে পরিণত করতে রাজ্যসভায় পাস করাতে হবে মোদী সরকারকে। কিন্তু রাজ্যসভা মোদী সরকার সংখ্যালঘু। ফলে সেখানে বিল কীভাবে পাস হবে, তা নিয়ে প্রশ্ন থাকছে। তাই এই পরিস্থিতিতে নিজেদের ভোট যাতে না নষ্ট হয় সেইদিকে লক্ষ্য বিজেপির। সেই কারণে এই এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে । এর আগেও একবার এই বিল এনেছিল মোদী সরকার। সেপ্টেম্বর অর্ডিন্যান্স হিসেবে ওই বিল লোকসভা পাস করায় সরকার। কিন্তু তা আটকে যায় রাজ্যসভায় এসে। এবারও কি সেই একই ছবি দেখা যাবা? নাকি বিল পাস করিয়ে নিতে পারবে বিজেপি? আর কয়েক ঘন্টা পরেই সেই বিতর্কের অবসান হতে চলেছে।
আসলে সোমবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের তরফে তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল পেশ করা হবে। গত বৃহস্পতিবার লোকসভায় এই বিল পেশ করে সরকার। সেখানে সরকার সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওই বিল পাস হয়ে যায়। যদিও কংগ্রেস সহ বিরোধীরা এই বিলের বিরোধিতা করে। এই বিলে তিন তালাক ফৌজদারি অপরাধ হিসাবে উল্লেখ করা হয়েছে। এই অপরাধের জন্য তিন বছরের শাস্তির বিধান পর্যন্ত দেওয়া হয়েছে।

No comments