দাবি আদায়ে এবার মুখ্যমন্ত্রীর কাছে। বৃহত্তর আন্দোলনের ডাক দিলো BGTA-র শিক্ষকরা।
নজরবন্দি ব্যুরোঃ বেতন বঞ্চনা সহ একাধিক বিষয়ে ক্ষোভের আগুন রাজ্যের শিক্ষকদের অন্দরে। এবার নিজেদের দাবিদাওয়া নিয়ে বৃহত্তর কর্মসূচির ডাক দিলো স্নাতক শিক্ষক শিক্ষিকাদের অরাজনৈতিক সংগঠন 'বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন'।
TGT-র দাবিতে জোরদার আন্দোলনে নামার কথা ঘোষণা করলো BGTA। পশ্চিমবঙ্গের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় গুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের সংগঠন BGTA-র তরফে জানানো হয়েছে, নিজেদের দাবি নিয়ে তারা খুব শিগগিরই মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও রাজ্যপালের দ্বারস্থ হবেন।
ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে রাজ্যের প্রায় সব জেলায় ডেপুটেশন জমা দেওয়া হয়েছে ডিআই অফিসে। দাবিপত্র পেশ করা হয়েছে বিকাশ ভবন, নবান্ন ও মানব সম্পদ উন্নয়ন দপ্তরে। নিজেদের দাবি যতক্ষণ আদায় না হচ্ছে ততক্ষণ তারা আন্দোলনের তীব্রতা বাড়িয়ে যাবেন বলেই জানিয়েছেন সংগঠনের শিক্ষকরা।
TGT-র দাবিতে জোরদার আন্দোলনে নামার কথা ঘোষণা করলো BGTA। পশ্চিমবঙ্গের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় গুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের সংগঠন BGTA-র তরফে জানানো হয়েছে, নিজেদের দাবি নিয়ে তারা খুব শিগগিরই মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও রাজ্যপালের দ্বারস্থ হবেন।


Good job, great opportunity.
ReplyDelete