Header Ads

পাঞ্জাবে গোহারা হারল বিজেপি! লোকসভার জয়ের গন্ধ পেতে শুরু করেছে কংগ্রেস!

নজরবন্দি ব্যুরো: সদ্য তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে কংগ্রেস এবং তার সহযোগী দল। আর এবার পাঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের আবার বড় জয়।
য়ে-মুছে সাফ বিজেপি। কংগ্রেসের দাবি তারা ৯০% আসনে জয় পেয়েছে। ভোটে হেরে হিংসার অভিযোগ তুলেছেন ওই রাজ্যের বিজেপি নেতারা।
সদ্য তিন রাজ্যে হারের পর পাঞ্জাবের নির্বাচনের দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। এই ভোটে বিরোধী বিজেপি, শিরোমণি আকালি দল ও আম আদমি পার্টিকে ধূলিসাৎ করে জয় পতাকা উড়িয়েছে কংগ্রেস।
রবিবার পঞ্জাবের প্রায় ১৩ হাজার ২৭৬টি পঞ্চায়েতের প্রধান ও ৮৩ হাজার ৮৩১ পঞ্চায়েত সদস্য নির্বাচনের জন্য ভোট-গ্রহণ হয়। রবিবার রাত থেকেই ভোট-গণনার কাজ শুরু হয়। সময় যতই এগোতে থাকে কংগ্রেসের জয়ের খবর আসতে শুরু করে। কংগ্রেস একাই জয়ী হয় ৮০ শতাংশ আসনে, জোট সঙ্গীরা জয়ী হয়েছে ১০ শতাংশ আসনে। আর বিরোধীরা সম্মিলিতভাবে ১০ শতাংশ আসন পায়।
বিজেপির এই পরাজয় লোকসভা নির্বাচনের আগে গেরুয়া কফিনে শেষ পিরাক পুঁতেদিল কংগ্রেস। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের বড় অংশ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.