লোকসভা নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে লড়বেন অভিনেতা প্রকাশ রাজ।
নজরবন্দি ব্যুরোঃ রজনীকান্ত,
কমল হাসানের পর এবার যে হেভিওয়েট অভিনেতা
রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন তিনি
হলেন প্রকাশ রাজ। লোকসভা নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে লড়বেন
বলে জানান তিনি।
হিন্দি এবং তামিল সহ বহু ভাষাতেই বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে কোন স্থান থেকে এই নির্বাচনে তিনি লড়বেন তা অবশ্য স্পষ্ট করেননি এই অভিনেতা। বিগত বছরে বেশ কিছু ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর বিরোধীতা করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি টুইটারে লেখেন 'সকলকে হ্যাপি নিউ ইয়ার… নতুনের সূচণা। অনেক দায়িত্ব এবং আপনাদের সমর্থন সঙ্গে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্টিডেট হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে চলেছি। সংসদীয় এলাকা সম্পর্কে খুব শীঘ্রই জানাবো অব কী বার জনতা কি সরকার। …'
হিন্দি এবং তামিল সহ বহু ভাষাতেই বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে কোন স্থান থেকে এই নির্বাচনে তিনি লড়বেন তা অবশ্য স্পষ্ট করেননি এই অভিনেতা। বিগত বছরে বেশ কিছু ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর বিরোধীতা করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি টুইটারে লেখেন 'সকলকে হ্যাপি নিউ ইয়ার… নতুনের সূচণা। অনেক দায়িত্ব এবং আপনাদের সমর্থন সঙ্গে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্টিডেট হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে চলেছি। সংসদীয় এলাকা সম্পর্কে খুব শীঘ্রই জানাবো অব কী বার জনতা কি সরকার। …'

No comments