এবার টেনিস টুর্নামেন্ট খেলতে নামছেন ধোনি।
নজরবন্দি ব্যুরোঃ মহেন্দ্র সিং ধোনি এবার খেলবেন টেনিস! কি অবাক হচ্ছেন তো? কিন্তু ঘটনা সেটাই। বুধবার রাঁচিতে জেএইচসি ক্রিকেট ক্লাবের টেনিস টুর্নামেন্টে ডাবলস ক্যাটাগরিতে খেলবেন
তিনি ৷
৩০ নভেম্বর অবধি চলবে এই ঘরোয়া টুর্নামেন্ট ৷ ধোনি সিঙ্গলসে খেলবেন না ৷ ৩৭ বছরের ধোনি ভীষণভাবেই খেলাধুলো ভালোবাসেন ৷ ক্রিকেট ছাড়া এমনিতেও ধোনি ফুটবল নিয়মিত খেলেন ৷ দিন কয়েক আগে তিনি কবাডিতেও খেলেছেন তিনি ৷ এবার খেলবেন টেনিসেও ৷