Header Ads

বিষমদ খেয়ে মৃত ৭, অসুস্থ ১৯

নজরবন্দি ব্যুরো: আবার রাজ্যে চোলাই মদ খেয়ে মৃত্যু হল ৭ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৯ জন। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুরে।  মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
পেট ব্যাথা, গলা শুকিয়ে আসা, বমি, মুখ দিয়ে গ্যাঁজলা বেরনো- মঙ্গলবার রাতে  শান্তিপুরের চৌধুরী পাড়ার বেশ কয়েক জন যুবকের মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয়।
প্রাথমিক চিকিৎসা করা হলেও অবস্থার  উন্নতি  না হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় ৭ জনের। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১৯। তাঁদের অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে না বলে জানা গিয়েছে।

Theme images by lishenjun. Powered by Blogger.