Header Ads

যুব বিশ্বকাপে সোনা সৌরভ চৌধুরীর।


নজরবন্দি ব্যুরোঃ  বুধবার যুব বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন সৌরভ চৌধুরী।তাঁর পয়েন্ট স্কোর ২৪৪.২।
রুপোজয়ী কোরিয়ান শুটারের থেকে সাত পয়েন্টেরও বেশি ব্যবধানে। অর্থাত্‍ যুব অলিম্পিকে চার জন শুটার পাঠিয়ে চারটে পদক জিতে নিল ভারত। দু'টো সোনা, দু'টো রুপো।

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.