রেল কর্মীদের জন্য সুখবর, বড় অঙ্কের বোনাস ঘোষণা সরকারের।
নজরবন্দি
ব্যুরোঃ উৎসবের
মরশুমে রেল কর্মীদের জন্য বিশেষ সুখবর দিলো কেন্দ্রীয় সরকার ,রেলের সমস্ত নন
গেজেটেড কর্মীদের জন্য বোনাস দেয়া হবে এই অর্থ বর্ষে ।
আগামী ডিসেম্বরে পাঁচ
রাজ্যে বিধানসভা ভোট এবং আগামী বছর লোকসভা ভোটের কথা মাথায় রেখে এই ঘোষণা বিশেষ
তাত্পর্যপূর্ণ ,রেলের ১২.২৬ লক্ষ কর্মী এই বোনাসের আওতায় আসবেন ,সর্বোচ্চ বোনাস
পাওয়া ১৭,৯৫১ টাকা ,বোনাস দিতে সরকারের কোষাগার থেকে খরচ হবে ২,০৪৪.৩১ কোটি টাকা ।