পুজোতে সরকারী অনুদান মামলাতে জয় সরকারের।
নজরবন্দি ব্যুরোঃ হাইকোর্টে রাজ্য সরকারের স্বস্তি। পুজো অনুদান মামলায় জয়
হল রাজ্যের। রাজ্যের সিদ্ধান্তে নাক গলাবে না আদালত।
সাফ জানিয়ে দিল হাইকোর্ট।
একইসঙ্গে খারিজ করে দেওয়া হল পুজোয় ক্লাবগুলিকে অনুদান প্রসঙ্গে দায়ের হওয়া
জনস্বার্থ মামলাটি। এদিন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিষ করগুপ্তের
ডিভিশন বেঞ্চে অনুদান মামলার রায় ঘোষণা হয়।
