বিনতার পর অলোকনাথের বিরুদ্ধে মুখ খুললেন আরও এক মহিলা! কি করেছিলেন অলকনাথ সেদিন ঐ মহিলার সাথে?
নজরবন্দি ব্যুরোঃ বিনতা নন্দার পর এবার অলোকনাথের বিরুদ্ধে মুখ খুললেন ‘হাম সাথ সাথ হ্যায়’-র আরও এক ক্রিও মেম্বার।
‘হাম সাথ সাথ হ্যায়’-র শুটিং এর সময় অলোকনাথ কি
করেন তাঁর সাথে, তার বিবরন দিতে গিয়ে ঐ মহিলা বলেন একদিন রাতে শুটিংয়ের সময় অলোকনাথকে পোশাক দিতে যান। পোশাক হাতে পেয়েই নাকি অলোকনাথ তাঁর সামনে নগ্ন হতে শুরু করেন।
যা দেখে লজ্জা পেয়ে যান ওই মহিলা। সঙ্গে সঙ্গে তিনি অলোকনাথের সামনে থেকে সরে যেতে শুরু করেন। দৌড়ে পালিয়ে যেতে চান দরজা দিয়ে। কিন্তু, অলোকনাথ সঙ্গে সঙ্গে তাঁকে বাধা দেন। ওই মহিলার হাত ধরে, দরজা থেকে তাঁকে জাপটে ধরে ফিরিয়ে আনার চেষ্টাও করেন বলে অভিযোগ।
কিন্তু, কোনওক্রমে পালিয়ে বাঁচেন। যদিও ওইদিন অলোকনাথের বিরুদ্ধে কোনও অভিযোগই করেন নি পরিচালকের কাছে।কারণ পরিচালক সূরজের সঙ্গে অলোকনাথের ভাল সম্পর্ক ছিল। এই ঘটনার
পর থেকে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে আসেন বলে জানিয়েছেন ঐ মহিলা।
