আসন্ন লোকসভা ভোটে রাহুলকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করছে না কংগ্রেস। তবে কার নাম উঠছে?
নজরবন্দি ব্যুরোঃ সামনেই লোকসভা ভোট। ময়দানে জোরকদমে নেমে পড়েছে কংগ্রেস। বিজেপিকে হঠাতে সমস্ত বিরোধী দলকে একত্রে মহাজোট গঠনের আহ্বান জানিয়েছে রাহুলের দল।
তবে উনিশের লোকসভা ভোটে কংগ্রেসের মুখ নন রাহুল। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন পি চিদাম্বরম। তিনি বলেন, ২০১৯ এ বিজেপিকে সরাতে মহাজোট গঠনের আহ্বান করা হয়েছে। কংগ্রেসের প্রধান লক্ষ্য বিজেপিকে ক্ষমতাচ্যুত করে এক প্রোগ্রেসিভ সরকারকে ক্ষমতায় আনা যারা সাম্প্রদায়কতা বিষ ছড়াবে না, যারা করের বোঝা চাপাবে না জনসাধারনের ওপর, যারা দলিত-কৃষক থেকে শুরু করে সমস্ত দেশবাসীর কথা ভাববে। প্রধানমন্ত্রী কে হবেন তা নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা মহাজোটে অংশ নেওয়া দলগুলি৷
একই কথা বলেন রাহুল নিজেও। তিনি জানান, জোটসঙ্গীরা চাইলে প্রধানমন্ত্রী হতে আপত্তি নেই তাঁর৷ তবে আসন্ন নির্বাচনে প্রধান লক্ষ্য মোদীকে গদিছাড়া করা।
তবে উনিশের লোকসভা ভোটে কংগ্রেসের মুখ নন রাহুল। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন পি চিদাম্বরম। তিনি বলেন, ২০১৯ এ বিজেপিকে সরাতে মহাজোট গঠনের আহ্বান করা হয়েছে। কংগ্রেসের প্রধান লক্ষ্য বিজেপিকে ক্ষমতাচ্যুত করে এক প্রোগ্রেসিভ সরকারকে ক্ষমতায় আনা যারা সাম্প্রদায়কতা বিষ ছড়াবে না, যারা করের বোঝা চাপাবে না জনসাধারনের ওপর, যারা দলিত-কৃষক থেকে শুরু করে সমস্ত দেশবাসীর কথা ভাববে। প্রধানমন্ত্রী কে হবেন তা নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা মহাজোটে অংশ নেওয়া দলগুলি৷
একই কথা বলেন রাহুল নিজেও। তিনি জানান, জোটসঙ্গীরা চাইলে প্রধানমন্ত্রী হতে আপত্তি নেই তাঁর৷ তবে আসন্ন নির্বাচনে প্রধান লক্ষ্য মোদীকে গদিছাড়া করা।
