Header Ads

একদিনের ক্রিকেটে ইতিহাস গড়লেন রোহিত।


নজরবন্দি ব্যুরোঃ একদিনের ক্রিকেটে ইতিহাস গড়লেন রোহিত শর্মাটপকে গেলেন সচিন তেন্ডুলকরকে রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ওপেন করতে নেমে হিটম্যান ১১৭ বলে অপরাজিত থাকলেন ১৫২ রানে
আর এর সাথে সাথে টোপকে গেলেন সচিনকে। একদিনের ক্রিকেটে  ১৮৯ ম্যাচে রোহিতের ২০তম সেঞ্চুরি আর একদিনের ক্রিকেটে মোট 'বার দেড়শো এতদিন মাস্টার ব্লাস্টার ছিলেন তালিকার শীর্ষে তিনি পাঁচবার দেড়শো রান করেছিলেন এই ফরম্যাটে


লিটল চ্যাম্পিয়নকে টপকে যাওয়ার পর স্বাভাবিক ভাবেই রোহিতকে নিয়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বীরেন্দ্র সহবাগও

Theme images by lishenjun. Powered by Blogger.