Header Ads

সাজাপ্রাপ্ত জেলবন্দীদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করবে রাজ্য সরকার।

নজরবন্দি ব্যুরোঃ সাজাপ্রাপ্ত বন্দীদের সমাজের মূল স্রোতে ফেরাতে নতুন উদ্যোগ গ্রহণ করলো রাজ্য সরকার। জেলে বন্দীদের প্রশিক্ষণ দেবে সরকার। সোমবার পুরুলিয়া জেলা সংশোধনাগারে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী শান্তিরাম মাহাতো। রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্ত প্রকল্প দপ্তর এবং কারা দপ্তরের যৌথ উদ্যোগে জেলবন্দি পুরুষ ও আবাসিকদের প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রাথমিক পর্যায়ে ৪৮ দিনের টেলারিং এর প্রশিক্ষণ দেওয়া হবে।

সাজা শেষ হয়ে যাওয়ার পর ফিরে গিয়ে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে স্বনির্ভর ব্যবসাও শুরু করতে পারবেন বন্দিরা। কারাবন্দিদের সাজার মেয়াদ ফুরনোর পর তাদের অপরাধ জগতে ফিরে যাওয়ার প্রবণতা কমাতে এই উদ্যোগ গ্রহণ করলো রাজ্য সরকার।
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.