Header Ads

ব্যক্তিগত তথ্য ফাঁস! বন্ধ হচ্ছে গুগ্‌ল প্লাস।


নজরবন্দি ব্যুরোঃ  গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ গুগ্‌লের বিরুদ্ধে। একটি সফ্‌টওয়্যার সিকিওরিটি বাগের জেরে কমপক্ষে ৫০০০ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। একথা সোমবার নিজেদের ব্লগে পোস্ট করে স্বীকার করেছে গুগ্‌ল।
সমস্যা মোকাবিলায় গুগ্‌ল প্লাসের সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে বলে পোস্টে জানিয়েছে গুগ্‌ল। সূত্রের খবর, গুগ্‌ল ওই সিকিওরিটি বাগ এবং তার ধাক্কায় তথ্য ফাঁসের সম্ভাবনার কথা গত মার্চ মাসেই জানতে পেরেছিল। তারপর তা মেরামতও করা হয়।


 কিন্তু কোম্পানির সম্মানহানির আশঙ্কা এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে না পারার অভিযোগে ভয়ে সেই খবর অক্টোবর পর্যন্ত চেপে রেখেছিল গুগ্‌ল কর্তৃপক্ষ।গুগ্‌লের সিইও সুন্দর পিচাই নিজেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গিয়েছে।


Theme images by lishenjun. Powered by Blogger.