Header Ads

মানালিতে খাদে পর্যটকের গাড়ি৷ মৃত বাঙালি যুবক।

নজরবন্দি ব্যুরোঃ বন্ধুরা মিলে বেড়াতে গিয়েছিলেন মানালিতে। সেখানেই শেষ। মানালির গুলাবার গাড়ি খাদে পড়ে মৃত বাঙালি যুবক বিশ্বজিৎ দাস।


পুজোয় মানালি বেড়াতে গিয়েছিলেন বিশ্বজিৎ ও তার বন্ধুরা। দলে ছিলেন মোট ১০ জন৷ রবিবার রোটাং যাওয়ার পথে গুলাবার কাছে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পাথরে মাথা থেতলে গিয়ে মৃত্যু হয় বিশ্বজিতের। বাকি ৯ জন মানালি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পাওয়ার পর আহতদের পরিবার রওনা দিয়েছে মানালির উদ্দেশ্যে।
Theme images by lishenjun. Powered by Blogger.