অপেক্ষার অবসান। বাগানে ফিরলেন বাগান স্টেইনগান।
নজরবন্দি ব্যুরোঃ অপেক্ষার অবসান। কলকাতায় এলেন বাগানের “ম্যাজিশিয়ান” সোনি নর্ডি।প্রায় ন’মাস বাদে আবারও মোহনবাগান ক্লাবে ফিরলেন এই হাইতিয়ান তারকা। বলতে বাধা নেই, ব্যারেটো পরবর্তী জমানায় যদি কেউ বাগান সমর্থকদের এত ভালোবাসা পেয়ে থাকেন; তাহলে সেটা অবশ্যই সোনি নর্ডি।
রবিবার রাত (22 অক্টোবর) আড়াইটে নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখলেন সোনি।গত মরশুমে আই লিগ শুরুর আগেও মোহনবাগান ক্লাবে সোনির যোগদান নিয়ে এমনই জলঘোলা হয়েছিল। সোনি আসবেন কি আসবেন না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও দলের তখনকার কোচ সঞ্জয় সেন আশ্বস্ত করেছিলেন যে সোনি মোহনবাগানের হয়েই খেলবেন। তবে সোনি এলেও খুব একটা বেশি ম্যাচ তিনি খেলতে পারেননি। চোটের কারণে আই লিগের মাঝপথেই তাঁকে চলে যেতে হয়েছিল।
সোজা পাড়ি দিয়েছিলেন আর্জেন্টিনায়। হাঁটুর অস্ত্রোপচার করিয়ে আপাতত একেবারে সুস্থ তিনি। সেকারণে এবছর আবারও ফিরে এলেন। আর আসার আগেই তো হুঙ্কার দিয়ে রেখেছেন, এবারের ডার্বিতে গোল করতে পারলে গতবছরের মতো মাঠের মধ্যে ফের প্রতীকী স্টেইনগান চালাবেন।
রবিবার রাত (22 অক্টোবর) আড়াইটে নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখলেন সোনি।গত মরশুমে আই লিগ শুরুর আগেও মোহনবাগান ক্লাবে সোনির যোগদান নিয়ে এমনই জলঘোলা হয়েছিল। সোনি আসবেন কি আসবেন না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও দলের তখনকার কোচ সঞ্জয় সেন আশ্বস্ত করেছিলেন যে সোনি মোহনবাগানের হয়েই খেলবেন। তবে সোনি এলেও খুব একটা বেশি ম্যাচ তিনি খেলতে পারেননি। চোটের কারণে আই লিগের মাঝপথেই তাঁকে চলে যেতে হয়েছিল।
সোজা পাড়ি দিয়েছিলেন আর্জেন্টিনায়। হাঁটুর অস্ত্রোপচার করিয়ে আপাতত একেবারে সুস্থ তিনি। সেকারণে এবছর আবারও ফিরে এলেন। আর আসার আগেই তো হুঙ্কার দিয়ে রেখেছেন, এবারের ডার্বিতে গোল করতে পারলে গতবছরের মতো মাঠের মধ্যে ফের প্রতীকী স্টেইনগান চালাবেন।
