Header Ads

তিতলির তান্ডবে রাজ্যে প্রাণ গেল ১ জনের। তছনছ জনজীবন।

নজরবন্দি ব্যুরোঃ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে ঘূর্নিঝড় তিতলির দাপটে বিপর্যস্ত জীবন। প্রবল ঝড় ও বৃষ্টিতে ভেঙে পড়েছে অসংখ্য বাড়িঘড়। প্রাণ গেছে বহু মানুষের। তিতলির ভয়ঙ্কর ধ্বংসলীলা থেকে বাঁচলো না এরাজ্যও। তিতলির তান্ডবে রাজ্যে মৃত ১। আহত বেশ কয়েকজন। তিতলির কারণে বেহাল পটাশপুর, কেশিয়ারীর জনজীবন। মারা গেছেন ১ জন৷ সকাল থেকেই ঝড়ের দাপটে ভেঙে পড়েছে অসংখ্য কাঁচা বাড়ি। চলছে মুষলধারায় বৃষ্টি। আহত এক ব্যক্তিকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.