প্রসঙ্গ রাফাল দুর্নীতি, চেকমেট দিতে তৈরি মোদী সরকার।
নজরবন্দি ব্যুরোঃ রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে দাসোঁর বিবৃতির পর প্রধানমন্ত্রী মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন রাহুল গান্ধী। এবার দাসোঁর বিবৃতিতে হাতিয়ার করেই পাল্টা লড়াইয়ে নামলো মোদী সরকার।
সম্প্রতি দাসোঁর সিইও এরিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাফাল চুক্তি প্রসঙ্গে ১০০টি ভারতীয় কোম্পানির সাথে চুক্তি হয়েছে। তার মধ্যে ৩০টি সংস্থার সাথে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। এদের মধ্যে রয়েছে রিল্যায়েন্স৷ দাসোঁর বিদেশী বিনিয়োগের মাত্র ১০ শতাংশের অংশীদার রিল্যায়েন্স। এরিক আরও জানিয়েছেন, ভারতের আইন মোতাবেক বিদেশী কোনো সংস্থার সাথে প্রতিরক্ষা চুক্তি করতে গেলে কোনো ভারতীয় সংস্থাকে সেই চুক্তিতে সামিল করা বাধ্যতামূলক। এক্ষেত্রে রিল্যায়েন্সকে বেছে নিয়েছে তারা।
দাসোঁর তরফে এই বিবৃতি সরকারের হাতে নতুন অস্ত্র তুলে দিল। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী গতকাল দিল্লিতে বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্ত। রিল্যায়েন্সকে সুবিধা পাইয়ে দিতে দাসোঁর ওপর চাপ সৃষ্টি করে সরকার। আর সেই কারণেই ভারতের সাথে চুক্তি করার জন্য রিল্যায়েন্সকে সঙ্গে নিতে বাধ্য হয় ফরাসী সংস্থাটি। কিন্তু দাসোঁর সিইও-র বিবৃতির পর গোটা বিষয়টি অন্য দিকে মোড় নিল। সেই সাথে সরকারের হাতে এলো নিজেকে স্বচ্ছ প্রমাণের জোরালো যুক্তি।