নানার পর এবার মহারাষ্ট্র নবনির্মাণের বিরুদ্ধে মুখ খুললেন তনুশ্রী দত্ত।
নজরবন্দি ব্যুরোঃ নানা পাটেকরের পর এবার মহারাষ্ট্র নবনির্মাণের বিরুদ্ধে মুখ খুললেন তনুশ্রী দত্ত। বললেন, "MNS শুধু একটা দল নয়, ওর মতাদর্শ আল-কায়দা, ISIS-এর মতো।"
IANS-কে দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, "MNS সাম্প্রদায়িক হিংসা ছড়ায়, অসিহষ্ণু মতাদর্শ এবং যেকোনও পেশার মানুষ এদের আনুগত্য পেতে পারে।"
ওকে হর্ন, প্লিজ় ছবির গানে নানা পাটেকর ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। এই অভিযোগ আগেই তুলেছেন তনুশ্রী। তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে বলিউডে। কিন্তু, ঘটনার সঙ্গে শুধুমাত্র নানার নাম জড়াননি তনুশ্রী। সঙ্গে নবনির্মাণ সেনার নামও জড়িয়েছিলেন।
