Header Ads

টুটু গোষ্ঠীর প্রচারে মাঠে নামলেন সবুজ তোতা।

শুভব্রত মুখার্জিঃ  সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর  প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা ব্যারেটোকে ভোটপ্রচারে নামানো হল টুটু গোষ্ঠীর তরফে। বউবাজারে টুটু বোসের নির্বাচনী প্রচারে এসে বক্তব্য রাখেন ব্যারেটো। ব্যারেটো জানান, টুটু বোসের জন্যই তিনি মোহনবাগানে সুযোগ পেয়েছেন।

ভারতে আসার পর থেকেই দেখছি, দেবাশিস, সৃঞ্জয় ক্লাবের হয়ে অক্লান্ত পরিশ্রম করছেন। ক্লাবের উন্নতি কী করে হবে, সে কথা ভাবেন। এঁদের হাত ধরে ক্লাবে অনেক বিদেশি এসেছে। ক্লাবের জন্য টুটু বোসের কী অবদান, তা সকলেই জানেন।

Theme images by lishenjun. Powered by Blogger.