Header Ads

গুলিবিদ্ধ শুভেন্দু অধিকারীর দেহরক্ষী। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।

নজরবন্দি ব্যুরোঃ তৃতীয়ার সকালে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। গুকিবিদ্ধ হলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভ্রত চক্রবর্তী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে।

আজ সকাল সাড়ে দশটা নাগাদ নিজের বাড়িতে নিজেরই রিভলভারের গুলিতে আহত হন শুভ্রত চক্রবর্তী। তার পকেট থেকে পাওয়া গেছে একটি সুইসাইড নোট। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, আত্মহত্যা করার চেষ্টা করেছেন তিনি। হাসপাতালের স্টেপ ডাউন ইউনিটে ভর্তি করা হয়েছে তাকে। অবস্থা আশঙ্কাজনক।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.