Header Ads

এ পুজো তোমার-আমার! পঞ্চমীর পুজোপরিক্রমায় পথশিশুরা।

নজরবন্দি ব্যুরোঃ পুজো মানেই একরাশ খুশি, আনন্দ। সেই আনন্দ সবার। সমাজের কোনো শ্রেণীর মানুষ যাতে তার থেকে বাদ না পড়েন তার চেষ্টা করেন আসছেন মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদকতা পাঠরতরা এবং কলেজেরই অধ্যাপক-শিক্ষকরা।

বিগত ৮ বছর ধরে পথশিশুদের নিয়ে পুজো পরিক্রমা, পুজোয় নতুন জামা বিলি ও খাওয়াদাওয়ার আয়োজন করে আসছে কলেজের পড়ুয়া সাংবাদিক ও অধ্যাপকরা। এবছরও আগামিকাল পঞ্চমীর দিন হবে সেই কর্মসূচি। সকাল ১০টায় কলেজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জামা তুলে দেওয়া হবে পথশিশুদের হাতে। তারপর বেলা ১১টা থেকে শুরু হবে পুজো পরিক্রমা। শীততাপ নিয়ন্ত্রিত বাসে দমদম, নিউটাউন ও সল্টলেকের কিছু মন্ডপ ঘুরে দেখানো হবে কচিকাঁচাদের। তারপর হবে খাওয়াদাওয়া। নতুন জামা বিলি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী শশী পাঁজা, আলমবাজার রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সারদা আত্মস্থানন্দ প্রমুখ।


lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.