শ্লীলতাহানির অভিযোগ সুভাষ ঘাই এর বিরুদ্ধে! থানায় অভিযোগ দায়ের।
নজরবন্দি ব্যুরো: বলিউডে 'মি টু'-এর সাধারণ ঝড় ক্রমেই তিতলি ঝড়ে পরিণত হচ্ছে। তনুশ্রী দত্ত থেকে কঙ্গনার পর এবার মডেল-অভিনেত্রী কেট শর্মা শ্লীলতা হানীর অভিযোগ আনলেন বিখ্যাত পরিচালক সুভাষ ঘাই এর বিরুদ্ধে। শনিবার রাতে মুম্বাই এর ভারসোভা থানায় লিখিত অভিযোগ করেন এই অভিনেত্রী।
কেটের অভিযোগ গত ৬-ই আগস্ট পরিচালক তার নিজের বাড়িতে ডাকেন কেটকে সেখানে গিয়ে অভিনেত্রী দেখেন আরও কয়েকজন মানুষ সেখানে আছেন। সবার মাঝখানে ৭৩ বছরের এই পরিচালক অভিনেত্রীকে বলেন শরীর ম্যাসাজ করে দিতে। অস্বস্তি হলেও কেট তা করতে বাধ্য হয়।
এর পর হাত ধুতে তিনি টয়লেটের দিকে গেলে সুভাষ ঘাই তাকে জোর করে জড়িয়ে ধরে চুম্বন করেন বলে অভিযোগ। তিনি বাধা দিতে এলে সুভাষ তাকে হুমকি দেন যে, তিনি তার ছবিতে কাজ দেবেন না যদি তিনি তার সাথে রাত না কাটান। এই ব্যাপারে সুভাষ ঘাই বলেন, " আমি নিজে মহিলাদের সম্মান করি। 'মি টু' আন্দোলনের অন্যতম সমর্থক আমি। কিন্তু নিজেদের নামের জন্য কেউ কেউ এর অপব্যবহার করে। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হলে আমার তো খারাপ লাগবেই। আমার আইনজীবী এর জবাব দেবেন।" অপরদিকে এই অভিযোগের ব্যাপারে ভারসোভা থানার পুলিশ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে।
কেটের অভিযোগ গত ৬-ই আগস্ট পরিচালক তার নিজের বাড়িতে ডাকেন কেটকে সেখানে গিয়ে অভিনেত্রী দেখেন আরও কয়েকজন মানুষ সেখানে আছেন। সবার মাঝখানে ৭৩ বছরের এই পরিচালক অভিনেত্রীকে বলেন শরীর ম্যাসাজ করে দিতে। অস্বস্তি হলেও কেট তা করতে বাধ্য হয়।
এর পর হাত ধুতে তিনি টয়লেটের দিকে গেলে সুভাষ ঘাই তাকে জোর করে জড়িয়ে ধরে চুম্বন করেন বলে অভিযোগ। তিনি বাধা দিতে এলে সুভাষ তাকে হুমকি দেন যে, তিনি তার ছবিতে কাজ দেবেন না যদি তিনি তার সাথে রাত না কাটান। এই ব্যাপারে সুভাষ ঘাই বলেন, " আমি নিজে মহিলাদের সম্মান করি। 'মি টু' আন্দোলনের অন্যতম সমর্থক আমি। কিন্তু নিজেদের নামের জন্য কেউ কেউ এর অপব্যবহার করে। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হলে আমার তো খারাপ লাগবেই। আমার আইনজীবী এর জবাব দেবেন।" অপরদিকে এই অভিযোগের ব্যাপারে ভারসোভা থানার পুলিশ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে।