Header Ads

'মি টু মুভনেন্ট'এ তোপের মুখে এবার অমিতাভ বচ্চন। তার বিরুদ্ধে 'কেচ্ছা' প্রকাশের হুমকি।

নজরবন্দি ব্যুরোঃ 'মি টু মুভমেন্ট' শুরু হওয়ার পর প্রকাশ্যে এসেছে বহু প্রভাবশালী ব্যক্তির যৌন কেলেঙ্কারির খবর। এবার সেই তালিকায় নাম জড়াতে চলেছে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের?

অতীতে বিভিন্ন সময়ে নারী স্বাধীনতা এবং নারীদের হয়ে গলা চড়িয়েছেন অমিতাভ বচ্চন। কিন্তু এসবই নাকি তাঁর দ্বিচারিতা। সম্প্রতি বিগ বি-র বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট সপ্না ভবানী। তিনি বলেন, খুব শীঘ্রই অমিতাভের বিরুদ্ধে বড়সড় 'কেচ্ছা' প্রকাশ্যে আনবেন তিনি। বিগ বসের সিক্সথ সংস্করণের প্রতিযোগী স্বপ্নার দাবি, অমিতাভের যৌন হয়রানির শিকার হয়েছেন অনেক মহিলাই। খুব শিগগিরই সেই সব তথ্য সামনে আনবেন তিনি। তবে তার এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বলিউডে অমিতাভের পরিচিত মহল।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.